খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ অক্ষয়কুমার (Akshay kumar) তিনি একজন আর্মি অফিসারের ছেলে। ফিল্মে আসার আগে অক্ষয়ের ইচ্ছা ছিল ভারতীয় সেনাবাহিনী জয়েন করার। কিন্তু বিভিন্ন প্রতিকূলতার কারণে তা হয়ে ওঠেনি। সেই আবেগই অক্ষয়কে সম্প্রতি নিয়ে গিয়েছিল ভারতীয় সেনাবাহিনীর কাছে।
DG BSF Sh Rakesh Asthana paid floral tributes in a solemn wreath laying ceremony to Seema Praharis who made the supreme sacrifice in the line of duty. Actor Akshay Kumar also accompanied DG BSF & paid homage to the fallen braves. #JaiHind pic.twitter.com/4zu9BD1jLj
— BSF (@BSF_India) June 17, 2021
17 ই জুন হঠাৎই অক্ষয় জম্মু-কাশ্মীরের গুরেজ উপত্যকায় গিয়েছিলেন। প্রত্যন্ত তুলাইল অঞ্চলের নেরু গ্রামে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফ জওয়ানদের সঙ্গে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছেন অক্ষয়। দুপুর বারোটা নাগাদ হেলিকপ্টারে অক্ষয় পৌঁছন তুলাইলে। উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে অক্ষয়ের হেলিকপ্টার নামার একটি ভিডিও বিএসএফের তরফে টুইটারে পোস্ট করা হয়েছে। সেনা জওয়ানরা ছাড়াও অক্ষয় স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলেছেন। ভারী তুষারপাত ও চরম দুর্গমতার মধ্যে তাঁদের বেঁচে থাকার লড়াই অনুপ্রাণিত করেছে অক্ষয়কে। এদিন শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে বিএসএফ আয়োজিত একটি অনুষ্ঠানেও যোগ দিয়েছেন অক্ষয়।
View this post on Instagram