খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ ফেসবুক প্রোফাইলে নিজের নামের পাশে বন্ধু শোভন চট্টোপাধ্যায়ের নাম জুড়ে নিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রোফাইলে নতুন নাম হল বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এবারে এই রাজনৈতিক জুটি নতুন মাত্রা পেল। কিছুদিন আগে থেকেই তৃণমূলে ফেরার জল্পনা শুরু হয়েছিল। যখন থেকে নারদ মামলায় শোভন চট্টোপাধ্যায় জড়িয়ে।
নারদ মামলায় শোভনের নাম জড়ানোর পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুয়সী প্রশংসা করেছিলেন দুজনেই। শোভন চট্টোপাধ্যায় বলেছিলেন, আমরা যখন নিজাম ফেলেছে বসে ছিলাম তখন অফিশিয়াল বলেছিলেন সিএম ম্যাডাম ডাকছেন। আমি যাই। এটা স্নেহ-ভালোবাসা কর্তব্য। এস এস কে এম এ ভর্তি থাকাকালীন আবার শোভন চট্টোপাধ্যায় বলেছিলেন, হাসপাতাল থেকে অনুরোধ করবো আমাকে প্রপারলি ডিসচার্জ করা হচ্ছে না, আমাকে চক্রান্ত করে আটকে রাখা যাবে না। এই মন্তব্যের পরে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় পাল্টা শোভনের বিরুদ্ধে তোপ দেখেছিলেন।
বৈশাখির বক্তব্য ছিল, এসএসকেএম হাসপাতালে জোর করে আটকে রাখা হয়েছে শোভন কে। কেউ এসে দরজায় ধাক্কা দিচ্ছেন, কেউ আবার এসে ঘরের মধ্যে হাতাহাতি শুরু করেছেন। শোভন চট্টোপাধ্যায় নিজেও বলেছিলেন, পরিষেবা নিয়ে কোন বিতর্ক ছিল না কিন্তু বাইরে লোকজন এসে হট্টগোল করছিল।বৈশাখী বন্দ্যোপাধ্যায় সেই সময় বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায় কে কটাক্ষ করে বলেছিলেন, আমি ম্যাডামের ইন্টারফেয়ার করার জন্য বিরোধিতা করেছিলাম। কিন্তু তার পরেই দেখা যায় শোভন এবং বৈশাখী একাধিক তৃনমূল নেতাদের বাড়ি গিয়ে তাদের সাথে আবার কথোপকথন শুরু করে দিয়েছেন। সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করেছিলেন বলে খবর। তার মাঝেই বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর প্রোফাইলে নাম পরিবর্তন নতুন মাত্রা যোগ করেছে। আরও কি হয় শুধু অপেক্ষা করার পালা