খবরইন্ডিয়াঅনলাইনঃ
দূষণ
রুদ্রশংকর ( আমেরিকা )
শুনলি নারে, শুনলি নারে
শুনলি না তুই মানা
দরজা খুলে দূষণ এলো
পুকুর ভর্তি পানা
দূষণ শুধু শব্দ নয়
দূষণ তোদের জলও
সব মিলিয়ে এক কথাতে
দূষণ ভূমির তলও
আটকে গেছে একটা শিকল
পরিবেশের পায়ে
নিজের হাতে নোংরা ফেলিস
এই প্রকৃতির গায়ে
আজকে দূষণ যাচ্ছে বেড়ে
আনছে নতুন রোগ
একটা গাছ রাখলে ঘরে
একটা জীবন যোগ
ঘরের দূষণ বাইরে গেছে
বাইরে রঙিন ভয়
এবার থেকে সমঝে চলিস
কাটুক বিপর্যয়।