নজর কাড়লেন শানায়া, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সঞ্জয় – কন্যা, শানায়া কাপুর

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা ও সোনম কাপুরের ভাইঝি শানায়া কাপুর এখন ইন্সটাগ্রামে নয়া লুকে আগুন ঝরাচ্ছেন। বলিউডের উঠতি নায়িকা তো বটেই, বলি-অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা। গুজব রটেছে, খুব শীঘ্রই বলিউডে দেখা যেতে পারে তাঁকে। তার আগেই চলছে সোশ্য়াল মিডিয়ায় হাতেখড়ি। এর আগেও শানায়াকে নিয়ে কথা উঠেছিল।

কিন্তু সম্প্রতি ইন্সটাগ্রামে যে লুকে ফটোশ্যুট করেছেন, সেই ছবিই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি একটি ফোটোশ্যুটে তাঁর আগুন ঝরানো বিকিনি লুক নিয়ে হৈচৈ পড়ে গিয়েছে।

গরমের দিনগুলিতে পারফেক্ট ও কুল বিকিনিতে ছিলেন শানায়া। সেই ছবি ইন্সটাগ্রামে পোস্ট করতেই নজর কাড়েন তিনি। ওকিহো থেকে আনা সেক্সি বিকিনিতে শানায়ার লুকে ছিল অভিনবত্বের ছোঁয়া।

আরও পড়ুন -  Comilla Court: কুমিল্লার আদালতে ইকবাল

রিও বিকিনি টপ পরিহিতি শানায়ার এই অসাধারণ লুক ব্রাজিলের সোনালি বিচের কথা মনে করিয়ে দেয়। দুর্দান্ত আউটফিটে রয়েছে অসাধারণ এক সুন্দর মিলন। স্টাইলিশ চাঁদনি ওয়াবির স্টাইলে শানায়ার মাথায় ছিল মায়ারার স্ট্র হ্যাট। সুন্দর তো বটেই, একসঙ্গে হট শানায়া ব্রাজিল ও গোয়াকে সম্মান জানিয়েছেন তাঁর পোশাকের মাধ্যমে। শানায়ার বিচ লুক দেখে দারুণ খুশী নেট দুনিয়া।