অন্তত একটু কাঁদতে দাও

Published By: Khabar India Online | Published On:

অন্তত একটু কাঁদতে দাও

খুকু ভূঞ্যা

আলোর পাখিটি শুনতে চায়না মৃত্যুগান
হাত ধরে নিয়ে যায় নক্ষত্রের দেশে
কান যা শুনছে, চোখ যা দেখছে,মন যা উপলব্ধি করছে
সবকিছু ছাপিয়ে যায় তার দীপ্ত চোখের দিকে তাকালে

আরও পড়ুন -  নিখিলের সঙ্গে দূরত্ব বাড়ছে ! যশের সঙ্গে ‘প্রেম’, তারপর কয়েকটি কবিতার লাইন

পাতা নড়ছে, ভোরের বাতাসে শান্ত শরীর, তাকাতে পারছি মাঠের দিকে, চোখে মহাকাল
চাইছি তোমাকে একটুকরোও অন্ধকার দেব না
লু বাতাস অথবা পোড়া ঠোঁটের পান্ডুলিপি
ছায়া পাতা মনের ভেতর

আরও পড়ুন -  টেক্কা দিলেন প্রিয়াঙ্কা চোপড়াকে কমবয়সী যুবতী ‘দেশি গার্ল‘ গানে, ব্যাপক কায়দায় নাচ দেখালেন
খুকু ভূঞ্যা। লেখিকা।

চাঁদ সূর্য রেখে দুবেলা জানিয়ে আসি শুভেচ্ছা

বেড়ে গেছে অস্থিরতা
ফুল পাখি নক্ষত্রের বাগান পেরিয়ে চিতা দেখতে অভ্যাস করছি
বিধবা চোখ, শূন্য কোল শূন্য প্রেমিক প্রেমিকার সমাধিতে ঝরা ফুল

আরও পড়ুন -  Shilpa Shetty: oops moments এর শিকার হলেন শিল্পা শেঠি, নায়িকার এমন অবস্থা হল এই বয়সেও, VIDEO VIRAL

অশ্রু মোছাবার জন্য বাড়িয়ে দিও না আঙুল
অন্তত একটু কাঁদতে দাও পরের জন্য, নিবিড় অন্ধকারে