বাংলা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইয়াস ঘূর্ণিঝড় এর অবস্থা দেখতে, মুখ্যমন্ত্রী থাকবেন ?

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   বিপর্যস্ত হয়েছে বাংলার একাধিক জেলা। সেই বিধ্বস পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকা আকাশপথে ঘুরে দেখবেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে কলাইকুন্ডায় বৈঠক করবেন বলেই জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর বৈঠকে নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, এছাড়া থাকবেন, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankar)। থাকতে পারেন শুভেন্দু অধিকারীও (Suvendu Adhikari)। যদিও নবান্ন কিংবা মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত থাকা নিয়ে সরকারিভাবে এখনও কিছু জানান হয়নি। রাজ্যপাল ধনকড় এই বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাতে একটি টুইট করেন। সেখানে তিনি লেখেন, “কলাইকুন্ডার বায়ুসেনা স্টেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাবেন রাজ্যপাল। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করবেন।” এদিকে, বৃহস্পতিবারই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যেহেতু বৃহস্পতিবারও চলবে বৃষ্টি, তাই পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার হেলিকপ্টারে রওনা দেবেন তিনি। বন্যা বিধ্বস্ত বাংলা ঘুরে দেখবেন। শুক্রবার মুখ্যমন্ত্রী হিঙ্গলগঞ্জ, সাগর ও দিঘার দুর্গত এলাকা পরিদর্শন করে প্রশাসনিক বৈঠক করার কথা। বুধবারই নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মুখ্যমন্ত্রীর এই কর্মসূচীর কথা জানিয়েছিলেন মুখ্যসচিব আলাপান বন্দ্যোপাধ্যায়।ইয়াস মোকাবিলায় রাজ্যকে ৪০০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র।

আরও পড়ুন -  Cyclone News: ঘূর্ণিঝড় রিমেল বাংলায় কেমন প্রভাব ফেলবে?