লাস্যময়ী প্রিয়াঙ্কা সরকার, স্বল্পবাসের শরীরের রঙের সঙ্গে মিলে মিশে একাকার

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   বিখ্যাত ফটোগ্রাফার তথাগত ঘোষ (Tathagata Ghosh) টলিউডের অনেক নায়িকাই তাঁর ক্যামেরার সামনে সাহসী হয়ে পোজ দিয়েছেন। তালিকায় রয়েছেন বান্ধবী প্রিয়াঙ্কা সরকারও (Priyanka Sarkar)। তথাগতর ক্যামেরার সামনে ধরা দিয়েছেন প্রিয়াঙ্কা। এবার একেবারে বোল্ড মেজাজে ছিলেন। অনেক ছবিই নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। এবার তথাগত নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করলেন বান্ধবীর ছবি।

 

View this post on Instagram

 

A post shared by Tathagata Ghosh (@tathagataghosh)

নিজের পিকচার পারফেক্ট বডি তথাগত ক্যামেরার সামনে তুলে ধরেছেন প্রিয়াঙ্কা। স্বল্পবাসের রং শরীরের রঙের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে গিয়েছে। বক্ষ বিভাজিকায় সৈকতের মাঝে যেন যৌবনের আগুন ঝরিয়েছেন টলিপাড়ার নায়িকা। অভিনেত্রীর এই ছবিতে মুগ্ধ নেটিজেনরা। তথাগত নিজেও মুগ্ধ হয়ে ক্যাপশনে লিখেছেন, “ঠিক যেন কোনও এক সমুদ্রের গান, আমি শুনতে পাচ্ছি সমুদ্রের গর্জন। মুক্তির জন্য বাজাও, আমার জন্য বাজাও আর যা প্রাণে ধরে সেই সমস্ত কিছুর জন্য বাজিয়ে যাও এই সুর।” ছবিতে প্রিয়াঙ্কার স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন সৃজনী চক্রবর্তী।

আরও পড়ুন -  রাহুল-প্রিয়াঙ্কা আবার এক হতে চলেছে, সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে তাই মনে হচ্ছে !

প্রিয়াঙ্কার ঠিক আগেই বোল্ড লুকে তথাগত ক্যামেরার সামনে ধরা দিয়েছিলেন অভিনেত্রী রাইমা সেন (Raima Sen)। নীল ডেনিম জিন্সের উপরে অনাবৃত উর্ধাঙ্গ শুধুমাত্র একটি কাপড়ের ঢুকরো দিয়ে ঢেকেছিলেন অভিনেত্রী। তাঁর সেই ছবিও দর্শকদের বেশ মনে ধরেছিল। অনেকেই রাইমার ‘এজলেস বিউটি’র প্রশংসা করেছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by Tathagata Ghosh (@tathagataghosh)

প্রিয়াঙ্কার হট লুকও বেশ পছন্দ হয়েছে তাঁদের। নায়িকা-ফটোগ্রাফারের এই যুগলবন্দি ঝড় তুলেছে নেটদুনিয়ায়।

আরও পড়ুন -  ‘প্রেরক দৌড় সম্মান’ নামে নতুন পুরস্কার প্রবর্তন; ২০২১-এর স্বচ্ছ সর্বেক্ষণের মাপকাঠির প্রকাশ করলেন শ্রী হরদীপ সিং পুরী