বিশ্বসুন্দরী পিসি হতে চলেছেন, খুশিতে আনন্দে আত্মহারা অভিনেত্রী সুস্মিতা সেন

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   সুস্মিতা সেন এতদিন দুই মেয়ের মা ছিলেন। এবার অভিনেত্রী হতে চলেছেন পিসি। খুব শীঘ্রই সেন বাড়িতে আসতে চলেছে নতুন অতিথি।

মা হতে চলেছেন অভিনেত্রী চারু অসোপা সেন। ইনি অভিনেত্রী সুস্মিতা সেনের ভাই রাজীব সেনের স্ত্রী। অভিনেত্রী চারু অসোপা সোশ্যাল মিডিয়ায় প্রথমবার তার বেবি বাম্প এর ছবি পোস্ট করেন।

সুখবর পেয়ে সব থেকে খুশি অভিনেত্রী সুস্মিতা। হবু পিসি সুস্মিতা সেন এই সুখবর পাওয়ার পর থেকে একাধিকবার চারু কে ফোন করেছেন, বার বার ফোনে প্রশ্ন করেছেন চারু এখন কেমন আছেন এমনকি নতুন সদস্যকে নিয়ে দারুণ উত্তেজিত মিস ইউনিভার্স। চারুর মা হওয়ার এই আনন্দের খবরের সাথে চারুর বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন চারুর আদুরে বড় ননদ সুস্মিতা। পাশাপাশি সুস্মিতা ‘বুয়া’ হওয়ার আনন্দে আত্মহারা সকলে।

আরও পড়ুন -  খুব টাইট বডিকন পোশাকে oops moments এর শিকার অভিনেত্রী Nikki Tamboli, এই কাজ করলেন ক্যামেরার সামনে

এমনকি চারুর যত্ন নেওয়ার জন্য ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছেন। হবু মাকে কি কি সাবধানতা অবলম্বন করতে তার দিকেও নজর হবু পিসির। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী চারু জানিয়েছেন, তাঁর প্রথম সন্তান ডেলিভারি তারিখ সুস্মিতার জন্মদিনের সময়। তিনি চান তাঁদের সন্তান ছেলে মেয়ে যাই হোক সে যেন তাঁর ননদের মতো হোক। দিদি সুস্মিতার মতো ভাল মানুষ হোক এটাই তাঁর চাওয়া। প্রসঙ্গত, সুস্মিতা সেনের বয়স যখন ২৪ তখন নিজের জীবনে অভিনেত্রী এক বড় সিদ্ধান্ত নিয়েছিলেন। অবিবাহিত অবস্থায় ২১বছর আগে সুস্মিতা সেন দত্তক নিয়েছিলেন বড় মেয়ে রেনেকে। কিছু বছর পর আলিশাকে দত্তক নিয়েছেন। দুই মেয়েকে পড়াশুনা শিখিয়ে আত্মনির্ভরশীল করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)