ভোররাতে গুলির লড়াইয়ে খতম ১৩ মাওবাদী, মহারাষ্ট্র পুলিশ এর বড় সাফল্য

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   পুলিশি অভিযান চালিয়ে খতম করা হল ১৩ জন মাওবাদীকে। সূত্র মারফত জানা গিয়েছিল, মহারাষ্ট্রের গদচিরোলি জেলার এতাপল্লির জঙ্গলে ঘাঁটি গেড়েছিল নকশালরা। এই খবর পেয়ে মহারাষ্ট্র পুলিশের সি ৬০ প্রশিক্ষিত জওয়ানরা অভিযানে নামেন। মহারাষ্ট্রের গদচিরোলির পায়দী কোটমী জঙ্গলের কাছে একটি গ্রামের বাসিন্দাদের সঙ্গে তেন্দু পাতার চুক্তি নিয়ে দেখা করতে আসেন কাসানসুর সালামের মাওবাদী নেতারা। তারা ভোর রাতে চুপি চুপি দেখা করে পালানোর চেষ্টা করেছিল। কিন্তু আগে থাকতেই গ্রামের চারপাশে জঙ্গলে ঘাঁটি গেড়ে ছিল পুলিশ। তারা পালানোর চেষ্টা করলে পুলিশের সাথে তাদের গুলির লড়াই শুরু হয়।

মহারাষ্ট্র পুলিশের সি ৬০ প্রশিক্ষিত জওয়ানরা বীর বিক্রমে গুলির লড়াই চালিয়ে যাওয়ার পর শেষমেষ মাওবাদীদের পরাস্ত করে। সংঘর্ষস্থল ছেড়ে পালিয়ে যায় তারা। এখনো অব্দি ঘটনাস্থল থেকে মোট ১৩ মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে। তবে এখনও এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন -  Manasvi: সোশ্যাল মিডিয়ার তাপমাত্রা ঊর্ধ্বমুখী, বোল্ড ফটোশুটে মানস্বী, মন্দাকিনীকে টেক্কা দিলেন

এই বিষয়ে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সন্দীপ পাতিল জানিয়েছেন, “এটা মহারাষ্ট্র পুলিশের বড় সাফল্য। আমরা মাত্র একদিন আগেই মাওবাদীদের উপস্থিতির খবর পাই। তখন থেকেই প্রস্তুতি নিয়ে নি। ভোর থেকে গুলি লড়াইয়ে শেষ পর্যন্ত জিত আমাদের হল। আরও নকশালের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। এখনো অব্দি ১৩ জনের দেহ পাওয়া গেছে। এটি আমাদের কাছে বিশাল সাফল্য।”

আরও পড়ুন -  Maharashtra: নিহত ১১, বাস-ট্রাক সংঘর্ষে, মহারাষ্ট্রে