সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, হাওড়াঃ নবান্ন থেকে মুখ্য সচিব আলাপন বন্দোপাধ্যায়ের ঘোষণা অনুসারে আজ প্রথম দিন 16.5.21 সকাল সোয়া ৮ টায়, হাওড়া আন্দুল রোড পোদড়া চুনাভাটি সবজি বাজারে জনস্রোত না জনপ্লাবন বোঝা মুশকিল। যেহেতু আজ থেকে ৩০সে মে পর্যন্ত সকাল ৭টা থেকে বেলা ১০টা পর্যন্ত বাজার ও দোকান খোলা থাকবে। তারপর বন্ধ থাকবে। ওষুধ এর দোকান ও অত্যাবসকীয় প্রয়জনীয় বিক্রয় করে সেগুলি খোলা থাকবে। সেই কারণে সাংসারিক প্রয়োজনিয় সামগ্রী কিনতে আবাল – বৃদ্ধ বনিতারা বেরিয়ে পড়েছে বাজার করতে। ঠিকই আছে, মাস্কের ব্যবহার করছেন না কেও কেও, সাথে সামাজিক দূরত্বের ব্যবধান নেই সেইরকম চোখে পড়ল। এখনো সাধারণের সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে। স্থানীয় প্রশাসন সকলের কাছে করোনা বিধির সতর্কীকরণ করেছেন। কিন্তু সাধারণ মানুষ কি তার গুরুত্ব দিচ্ছে ?
হাওড়া আন্দুল রোড পোদড়া চুনাভাটি সবজি বাজারে, জনস্রোত না জনপ্লাবন বোঝা মুশকিল
Published By: Khabar India Online |
Published On: