দোয়া করলেন, পৃথিবী যেন Corona মুক্ত হয়, বৃহত্তর সুজাপুর ঈদগাহ ময়দানেও এ বছর ঈদের নামাজ পাঠ বন্ধ

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   করোনার জেরে এবছর বিভিন্ন ঈদগাহ ময়দান গুলিতে ঈদের নামাজ পাঠ বন্ধ।

উত্তরবঙ্গের বৃহত্তর সুজাপুর ঈদগাহ ময়দানেও এ বছর ঈদের নামাজ পাঠ বন্ধ ছিল। উল্লেখ্য নমাজ পাঠে এখানে লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে।

আরও পড়ুন -  Theme Of Kali Puja: মারণ রোগ প্রতিরোধে সচেতনতা বার্তা, কালী পূজার থিম

করোনা পরিস্থিতিতেও মহেশমাটি এলাকায় মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে দফায় দফায় নামাজ পড়লেন মহিলারা। তারা দোয়া করলেন পৃথিবী যেন করোনা মুক্ত হয়।

তার পাশাপাশি এদিন ইংরেজবাজারের বিবি গ্রাম জামে মসজিদে নামাজ পাঠ করতে দেখা যায় পুরুষদের।

আরও পড়ুন -  ২০২০-২১ অর্থবর্ষে অক্টোবর মাস পর্যন্ত ভারত সরকারের জমা-খরচের হিসাবের মাসিক পর্যালোচনা

মালদা জেলা পুলিশ প্রশাসন এবং ইংরেজবাজার পৌরসভার পক্ষ থেকে সুষ্ঠুভাবেই নামাজ পাঠ এবং করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব এবং মুখে মাক্স পড়ে যাতে সকলে অংশ নেন তার সমস্ত ব্যবস্থা করা হয়েছিল।

আরও পড়ুন -  তিশার বিয়ের আসরে হাজির নিলয়