খবরইন্ডিয়াঅনলাইনঃ
একটুকু ভালোবাসা……..
হাফসা ইসলাম ( বাংলাদেশ )
দীর্ঘদিন পেড়িয়ে পেয়েছি কোন এক
সোনালী আলোর সন্ধান,
ঝিলিমিলি রোদ, দখিনা হাওয়ার আভাস,
মনিকোঠায় মন ময়ূরী পেখম তুলে
সেই অনুভূতির ছোঁয়া নিয়ে তুমি আমার শুধুই আমার,
আমি ভালোবাসার রঙধনু ছড়িয়ে দিলাম আকাশে
বিন্দুবিন্দু শিশির কণার মতো মুক্তা কুড়ালাম,
নিজেকে প্রজাপতির মতো ডানা মেলে দিলাম,
আর ভাবলাম , আহা —
কি আনন্দ আকাশে বাতাসে !
পুলকিত এই মন ডানা মেলে শুধু উড়তে চায়,
হারিয়ে যেতে চায় কোন বাগানে,
এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুধু তোমায় নিয়ে,
ঝলমলে আকাশ, পুস্পে ভরা কানন, রোদেলা দুপুর,
শিশির ঝড়ে পড়ছে নরম ঘাসের উপুর,
মন হু হু করা দখিনা বাতাস,
স্নিগ্ধ অরন্য অঝড় ঝর্নার মুখর শব্দ,
ফুলের সৌরভ চারিদিক রহস্যময় সবকিছু মিলিয়ে
আকাশ ও প্রকৃতি জুড়ে চলছে কতো আয়োজন কতো আনন্দ উৎসব ।
উল্লাসে মেতে উঠি সেই অনুভূতির ছোঁয়া নিয়ে তুমি আমার শুধুই আমার,
স্পর্শ করতে চায় তোমার এই মন আমার হৃদয়ের গভীরতা দিয়ে,
ভাবিনি আমার এই স্বপ্ন হবেনা যে পূরণ,
ভালোবাসায় শুধুই বারণ
মান অভিমান অভিযোগ আরো কতই না কারন,
শুধু তোমাকে স্পর্শ করতে চায়
আমার হৃদয়ের গভীরতায়,
ভেবে হই দিশেহারা,
মন হয় মেঘলা আকাশের মতো কালো,
ভাবি শুধু আমার তো নাই গো কেউ
আমি কারো নই,
বাবা মা কে পাইনি কাছে পাইনি ভালোবাসা
বুঝ হওয়ার পর থেকে পাই নিজেকে ভারী একা,
শৈশব কৈশর গেলো বৃথা
চেয়েছিলাম শুধু একটুকু ভালোবাসা,
দিবে কি তুমি আমায় ?
জানি দিবে না !
আমি যে এক অভাগা নারী শুধুই চাই
একটুকু ভালোবাসা তোমারই কাছে…………