তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর কুরসিতে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়, দায়িত্ব পেলেন কারা ?

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কোভিড পরিস্থিতি সামাল দিয়ে রাজ্যের উন্নয়নই এখন তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। সোমবার তাঁর মন্ত্রিসভার ৪৩ জন মন্ত্রীর নাম ঘোষণা করা হল। অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেল দেখা গেল এবারের মন্ত্রিসভায়। নারী ক্ষমতায়নেও নজির গড়ল এবারের মন্ত্রিসভা।

মমতা বন্দ্যোপাধ্যায়ঃ স্বরাষ্ট্রদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভূমি ও ভূমি সংস্কার, পুনর্বাসন, তথ্য সংস্কৃতি এবং উত্তরবঙ্গ উন্নয়ন।

সুব্রত মুখোপাধ্যায়ঃ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পাবলিক এন্টারপ্রাইজ

পার্থ চট্টোপাধ্যায়ঃ শিল্প ও বাণিজ্য, তথ্য প্রযুক্তি, সংসদ বিষয়ক

আরও পড়ুন -  Rohaan Bhattacharjee: মায়ের জন্মদিনে ভুলিয়ে দিলেন বাবার দুঃখ, রোহন

অমিত মিত্রঃ অর্থ, পরিকল্পনা এবং স্ট্যাটিসটিক

সাধন পাণ্ডেঃ ক্রেতা সুরক্ষা, স্বনির্ভর গোষ্ঠী

জ্যোতিপ্রিয় মল্লিকঃ বন দপ্তর, অপ্রচলিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি

বঙ্কিমচন্দ্র হাজরাঃ সুন্দরবন উন্নয়ন

মানসরঞ্জন ভুঁইঞাঃ জলসম্পদ উন্নয়ন

সৌমেন মহাপাত্রঃ সেচ

মলয় ঘটকঃ আইন, বিচার এবং পূর্ত

অরূপ বিশ্বাসঃ ক্রীড়া, যুব কল্যাণ এবং শক্তি

উজ্বল বিশ্বাসঃ কারা

অরূপ রায়ঃ সমবায়

রথীন ঘোষঃ খাদ্য ও খাদ্য সরবরাহ

ফিরহাদ হাকিমঃ পরিবহণ, আবাসন

চন্দ্রনাথ সিনহাঃ ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্প

শোভনদেব চট্টোপাধ্যায়ঃ কৃষি

ব্রাত্য বসুঃ স্কুল শিক্ষা এবং উচ্চশিক্ষা

আরও পড়ুন -  সাংবাদিক সম্মেলনে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র মন্ত্রী নরোত্তম মিশ্র

পুলক রায়ঃ জনস্বাস্থ্য কারিগরি

শশী পাঁজাঃ নারী ও শিশু কল্যাণ ও সামাজিক উন্নয়ন

মহম্মদ গোলাম রব্বানিঃ সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা

বিপ্লব মিত্রঃ কৃষি বিপণন

জাভেদ খানঃ বিপর্যয় মোকাবিলা

স্বপন দেবনাথঃ পশুপালন

সিদ্দিকুল্লাহ চৌধুরীঃ জনশিক্ষা ও গ্রন্থাগার স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা

বেচারাম মান্নাঃ শ্রম

সুব্রত সাহাঃ খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন

হুমায়ন কবীরঃ প্রযুক্তি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন

অখিল গিরি: মৎস্য

চন্দ্রিমা ভট্টাচার্য: পুর ও নগরোন্নয়ন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী, ভূমি ও ভূমি সংস্কার এবং পুনর্বাসন (প্রতিমন্ত্রী)

আরও পড়ুন -  মুখ্যমন্ত্রী হঠাৎ করে টিকাকরণ কেন্দ্রে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখলেন, কথা বললেন স্থানীয়দের সঙ্গে

রত্না দে নাগ: পরিবেশ, বিজ্ঞান এবং প্রযুক্তি

সন্ধ্যারাণী টুডু: পশ্চিমাঞ্চল উন্নয়ন এবং সংসদীয় বিষয়ক

বুলুচিক বরাইক: অনগ্রসর উন্নয়ন এবং আদিবাসী উন্নয়ন

সুজিত বসু: দমকল

ইন্দ্রনীল সেন: পর্যটন এবং তথ্য সংস্কৃতি (প্রতিমন্ত্রী) প্রতিমন্ত্রী

দিলীপ মণ্ডল: পরিবহণ

আখরুজ্জমান: শক্তি

শিউলি সাহা: পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন

শ্রীকান্ত মাহাতো: ক্ষুদ্র, কুটির, মাঝারি এবং বস্ত্র শিল্প

ইয়াসমিন সাবিনা: সেচ, উত্তরবঙ্গ উন্নয়ন

বীরবাহা হাঁসদা: বন

জ্যোৎস্না মাণ্ডি: খাদ্য এবং খাদ্য সরবরাহ

পরেশচন্দ্র অধিকারী: স্কুল শিক্ষা

মনোজ তিওয়ারি: যুব কল্যাণ এবং ক্রীড়া  ছবিঃ এএনআই।