সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ করোনা আবহে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে রক্ত সংকট। এই রক্ত সংকট মোকাবিলায় এবারে এগিয়ে এলো লক্ষ্মী ঘাট এনজিও ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রক্ত সংকট মোকাবিলায় প্রতিদিনই লক্ষী ঘাট এলাকায় ওই স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি নূর আহমেদের উদ্যোগে রক্তদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
ঠিক সেই রকমই বৃহস্পতিবারও প্রায় ১০ থ্যালাসেমিয়া রোগীকে দেওয়া হলো রক্ত। এ বিষয়ে সংগঠনের সভাপতি নূর আহমেদ জানান, বর্তমানে করোনা পরিস্থিতিতে জেলাজুড়ে রক্ত সংকট দেখা দিয়েছে। জেলাবাসীর পাশে দাঁড়াতে তাই প্রতিদিনই রক্ত সংকট মোকাবিলায় এই রক্তদান শিবির বলে জানান তিনি।