সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ জেলার একমাত্র প্রার্থী যিনি দ্বিতীয়বারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হলেন। দ্বিতীয়বার জয় লাভের পর রানীবাঁধ বিধানসভা কেন্দ্রের জ্যোৎস্না মান্ডি তার প্রতিক্রিয়ায় বলেন, অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এবারের নির্বাচন। আমার বিধানসভা এলাকার মানুষ আমাকে যে এত ভালোবাসেন তা নির্বাচনের ফলাফলে প্রকাশ পেল। আমি তাদের এ ভালোবাসার মূল্য দিতে আপ্রাণ চেষ্টা করব। এখানে উল্লেখ্য সারা জেলার তৃণমূল কংগ্রেস 12 টি আসনের 11 টি আসনে নতুন মুখ এনেছিলেন। মমতা ব্যানার্জির স্নেহধন্যা এবং কাছের মানুষ জ্যোৎস্না মান্ডি, তাই জ্যোৎস্না মান্ডি দ্বিতীয়বারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেয়েছিলেন। জোৎস্না মাণ্ডীকে নিয়ে এলাকাবাসীরা গর্বিত। তারা মনে করেন, এবারের মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় জ্যোৎস্না মান্ডি একটি জায়গা করে নেবেন এবং এলাকাকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেবেন। এখন দেখার এলাকার মানুষের আশা কতটা পূরণ হয়। এক সাক্ষাৎকারে জোৎস্না মান্ডী বলেন মানুষ আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব পালন করার আপ্রান চেষ্টা করব। এলাকার উন্নয়নই হবে আমার মূলমন্ত্র। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করি।
দ্বিতীয়বারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হলেন, রানীবাঁধ বিধানসভা কেন্দ্রের জ্যোৎস্না মান্ডি
Published By: Khabar India Online |
Published On: