সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, হাওড়াঃ শৈলেন মান্না স্টেডিয়াম হাওড়া, শুক্রবার ৩০শে এপ্রিল,গণনা সেন্টারে সংবাদ সংগ্রহ করতে কোভিড সার্টিফিকেট দেবার জন্য সংবাদিকদের শৈলেন মান্না স্টেডিয়ামে ডাকা হয়েছিল, বলা হয় বেলা ১১টা থেকে বৈকাল ৩টা টেস্ট করা হবে। দুঃখের বিষয় যত পরিমাণ কিটস দরকার দেখা গেল ১৫০ উপর কিটস কম পড়েছে। যে ডাক্তার বাবু টেস্ট করছিলেন, অবস্থা বুঝে তারা টেবিল ছেঁড়ে চলে যায়। টেস্ট যারা করতে এসে ছিল, তারা টেস্টে অন্য দুই ডাক্তারকে দিয়ে সই করিয়ে নিজেরাই ষ্ট্যাম্প মেরে নিয়ে যায়, এরাই আবার গণনার কাজ করবে। সেখানে কি কোভিড এর সংক্রমণ থাকবে না ? এটা হাওড়ার জেলার ডিএম, তথ্যাধিকারিক কি উত্তর দেবেন ? মুখ্য ইলেকশন কমিশনার এর জবাব কি দেবেন ?
আরও পড়ুন - Amrapali Dubey: অভিনেত্রী আম্রপালি দুবে মা হতে চলেছেন? শোরগোল নেটপাড়ায়, ছবি শেয়ার হতেই