সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ গোটা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও বাড়ছে করোণা সংক্রমণ। এরই মাথায় শনিবার শ্রমিক দিবস। রাজনৈতিক বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে দিনটি ঘটা করে পালন করা হয়ে থাকে। ফলে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। সেই কথা মাথায় রেখে এবারে শ্রমিক দিবস পালনে কাটছাঁট করল কংগ্রেসের শ্রমিক সংগঠন INTUC। এই মর্মে শুক্রবার রথবাড়ি দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের জেলা সভাপতি লক্ষ্মী গুহ জানান, দিনদিন জেলায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। সেই কথা মাথায় রেখেই, এই বছর শ্রমিক দিবস পালনে কাটছাঁট করা হয়েছে। প্রতি বছরই সাঁওতাল নূত্য সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রমিক দিবস পালন করা হয়ে থাকে।
সে ক্ষেত্রে শতাধিক মানুষের জমায়েতের একটা আশঙ্কা থেকে যায়। তাই এবছর শুধুমাত্র পতাকা উত্তোলনের মধ্য দিয়েই ঐতিহাসিক শ্রমিক দিবস পালন করা হবে বলে জানান সভাপতি লক্ষ্মী গুহ।