খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ ২০১৯ সালের লোকসভা ভোটে হিরণ তৃণমূলের বিভিন্ন প্রার্থীর হয়ে প্রচার করেছেন। সমস্ত প্রচার তিনি নিজের গাড়ি নিয়ে ও নিজের খরচে করেন। কিন্তু জিতে যাওয়ার পর দলের শীর্ষনেতৃত্ব এবং অন্যান্য সংশ্লিষ্ট প্রার্থীরাও হিরণকে একবার যোগাযোগ করে ধন্যবাদ জানানি। এতেই অভিমান হিরণের মনে। কার্যত বিভিন্ন কারণে দলত্যাগ করেন তিনি।
বিজেপিতে যোগ দেওয়ার পরেই হিরণকে খড়গপুর সদর থেকে প্রার্থী করা হয়। ভোট পর্ব মিটে গেছে। বর্তমানে বাংলা সহ গোটা দেশ তাকিয়ে রয়েছে ২ রা মে র ফলাফলের দিকে। তবে এর মধ্যেই মন্তব্য করে বসেন হিরণ এবং নেট জনতার কটাক্ষের শিকার হন। হিরণের কথায়, ২০১৯ লোকসভায় EXIT POLLS বলেছিল বিজেপি ৮ পাবে, পেয়েছিল ১৮, ২০২১ বিধানসভায় বলছে বিজেপি ১২১ অর্থাৎ বিজেপি ২০০+