মনের ভেতর শান্তি নেই…

Published By: Khabar India Online | Published On:

মনের ভেতর শান্তি নেই…

রুদ্রকবি সৈয়দ সাদী ( বাংলাদেশ )

আজকাল মনের ভেতর শান্তি নেই
পথের বাতাসে স্বস্তি নেই
বুকের মধ্যে জেগে থাকে শঙ্কা আর উদ্বেগ
সন্ধ্যা গড়িয়ে যখন রাত্রি নামে
উৎকন্ঠা আরো প্রকট হয়ে ওঠে
যান্ত্রিক-নাগরিক-শহরের পাথুরে-দেয়ালে ।
চারপাশে বইছে মানবতার রক্তক্ষরণ
রোমকূপের ভেতর ভীতিকর-শিহরণ
জেগে থাকে অবিশ্বাসে ভরা-নাগরিক-খেয়ালে ।
চোখের নীচে কালি পড়ে যায়
চাপাতির কোপে নিহত মানুষের রক্তাক্ত দেহ দ্যাখে
পত্রিকার পাতাজুড়ে গুম-খুন-অপহরণের সংবাদ
ডোবা-নালায় পড়ে থাকে নিথর-নিস্তব্ধ-লাশ ;
শঙ্কার বিবশ এক অন্ধকারে হিমলগ্ন-অবসাদ
কোথাও সুখের কোন বার্তা নেই ; স্বস্তির লেশ মাত্র নেই
তবু টিকে থাকার সংগ্রামে বেঁচে থাকা!
স্বপ্নের রক্তক্ষরণে নির্লিপ্ত থেকে নাগরিক-অসুখের ভেতর
অন্তহীন জ্বলে জ্বলে নিঃশেষ হতে থাকি রাত্রির প্রদীপ জ্বালিয়ে
শূন্যতার ভুতুরে-মায়াজালে ।

আরও পড়ুন -  Founding Day: প্রতিষ্ঠা দিবসের দিনেই কার্যালয়ে উদ্বোধন, বিজেপি দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান