খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ মারণ ভাইরাস করোনার কবলে এবার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। চিকিৎসকদের পরামর্শে করানা পরীক্ষা করানো হয়। আর পরীক্ষার রিপোর্ট আসে পজিটিভ। আপাতত হোম আইসোলেশনে আছেন তিনি। কয়েক সপ্তাহ আগেই কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছেলে উজান গঙ্গোপাধ্যায়েরও করোনা হয়েছিল। তবে সেই সময় তাঁর সংস্পর্শে আসেননি কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রসঙ্গত, কিছুদিন আগেই সিনেমার শ্যুটিং সংক্রান্ত কাজে বোলপুরে গিয়েছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সেখানে ‘কাবাডি কাবাডি’ ছবির শ্যুটিং করছিলেন তাঁরা। ‘কাবাডি কাবাডি’ ছবিটিতে অভিনয় করছেন ঋত্বিক চক্রবর্তী এবং সোহিনী সরকার। শ্যুটিংয়ে তাঁরাও বোলপুরে গিয়েছিলেন। সূত্রের খবর, ঋত্বিক চক্রবর্তী খাবার খেতে গিয়ে কোনও স্বাদ পাচ্ছেন না। সোহিনী সরকারের জ্বর রয়েছে বলে জানা যাচ্ছে। তাঁরাও প্রত্যেকে রয়েছেন হোম কোয়ারেন্টাইনে। ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান অভিনেত্রী অনামিকা সাহা।
পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়, করোনায় আক্রান্ত
Published By: Khabar India Online |
Published On:

আরও পড়ুন - করোনায় আক্রান্ত কঙ্গনা রানাউত, হোম কোয়ারেন্টাইনে আছেন, কোভিড-১৯-কে হারানোর আহ্বান জানালেন