‘দেশের মাটি’ ধারাবাহিকে ফিরলেন সৈরিতি বন্দ্যোপাধ্যায়, মা হওয়ার পর

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   জুন মাসে কন্যা সন্তানের জন্ম দেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী সৈরিতি বন্দ্যোপাধ্যায়।

কেরিয়ার শুরু করেন মডেলিংয়ের হাত ধরে। তারপর ছোট পর্দায় সুযোগ পান। ‘নাগলীলা’, ‘ঠিক যেন লাভ স্টোরি’ প্রভৃতি ধারাবাহিকে প্রধান চরিত্রে দেখা যায়। ‘ঠিক যেন লাভ স্টোরি’ ধারাবাহিকে নীল ভট্টাচার্য এবং তার জুটি মনে ধরেছিল দর্শকদের। মনে করা হত বুঝি নীল ও সৈরিতি বাস্তবে ডেট করছেন। নীল মগ্ন তৃণাতে , এদিকে সৈরিতি বিয়ে করেন রোহিতকে। বিয়ের পর চুটিয়ে সংসার অভিনেত্রীর। ছোটপর্দায় তাকে আর দেখা যায়নি অনেকদিন। এর পরেই গত বছর জুন মাসে কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

স্টার জলসায় দেশের মাটি ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে। এই ধারাবাহিকে পায়েল ও রাহুলকে বহু দিন পর পর্দায় দেখা গেছে। ঠিক সে রকমই সৈরিতিকেও দেখা যাবে দেশের মাটি সিরিয়ালে। মা হওয়ার পর লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ছোট পর্দায় কামব্যাক সৈরিতির। এই গল্পে সৈরিতি থাকবেন বিলেত ফেরত মেয়ে এবং অভিনেত্রীর বাবার ভূমিকায় থাকছেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী। মা হবার পর আবার পুরোদমে সিরিয়ালে দেখা যাবে।

আরও পড়ুন -  হরভজন পত্নী গীতা, সন্তানের ছবি প্রকাশ্যে আনলেন, নামকরণ হয়ে গেল