দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, কলকাতা ও পশ্চিম বর্ধমানের মোট ৩৪ আসনে নির্বাচন, আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   কোভিডবিধি মেনে ভোটাধিকার প্রয়োগ করুন। সপ্তম দফা নির্বাচনে ভোটগ্রহণ শুরুর আগে টুইটারে আরজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

ভোটের আগে মুর্শিদাবাদে পুলিশ কর্মী বদল। মুর্শিদাবাদ থানার আইসির পরিবর্তে আনা হল নীহাররঞ্জন রায়কে। সপ্তম দফা ভোটগ্রহণ শুরু বাংলায় ৩৪ বিধানসভায়। কোভিডবিধি চলছে ভোটগ্রহণ।ভোট দিতে গেলেন ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়।সকাল ৯.৩২ মিনিট পর্যন্ত বাংলায় ভোট পড়েছে ১৭.৪৭ শতাংশ।

এখনও পর্যন্ত সর্বাধিক ভোট পড়েছে মুর্শিদাবাদে ২০ শতাংশ। মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ভোট পড়েছে ১৯ শতাংশ। পশ্চিম বর্ধমানে ১৭ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম হারে ভোট পড়েছে দক্ষিণ কলকাতায়, ১৩ শতাংশ।সপ্তম দফার ভোটগ্রহণ। দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, কলকাতা ও পশ্চিম বর্ধমানের মোট ৩৪ আসনে নির্বাচন। আটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা। কোভিডবিধি নিয়েও কড়া মনোভাব নির্বাচন কমিশনের।

আরও পড়ুন -  ‘মুখ্যমন্ত্রী হলে ৬ মাসের মধ্যে বদলে দেব পশ্চিমবঙ্গ’: মিঠুন চক্রবর্তী