বিখ্যাত চিত্র সাংবাদিক রনি রায়ের প্রথম মৃত্যু বার্ষিকী পালন, মধ্য কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিট-এ

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ   গতকাল সন্ধ্যায় মধ্য কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিট-এ প্রয়াত রনি রায়ের প্রথম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠান পালন হল। উপস্থিত ছিলেন কুনাল ঘোষ, অরুণ হাজরা, প্রিয়াল চৌধুরী ,শ্রী প্রবন্ধ রায়, সোমনাথ বিশ্বাস ও রনি রায়ের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন -  খাস কলকাতায় বসেছে হানি ট্র্যাপ, মধ্য কলকাতার পুলিশ আধিকারিকরা অভিযান চালিয়ে এই চক্রের পান্ডা কে গ্রেপ্তার করেছে

সভায় কুনাল ঘোষ তার বক্তব্যে রনির সঙ্গে তার গভীর সম্পর্কের কথা উল্লেখ করেন। এছাড়াও প্রিয়াল চৌধুরী, অরুণ হাজরা ও প্রবন্ধ রায় তাদের বক্তব্য রেখে রনির ছবিতে পুস্পার্ঘ অর্পন করেন। উপস্থিত ব্যক্তিরা রনির কর্ম জীবনের ফটোগ্রাফির উপর কতটা দখল ছিল তা নিয়ে আলোচনা করেন। সমস্ত অনুষ্ঠানটি শান্তনু দত্ত ও কমলেশ সাউ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -  ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপন