বিখ্যাত চিত্র সাংবাদিক রনি রায়ের প্রথম মৃত্যু বার্ষিকী পালন, মধ্য কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিট-এ

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ   গতকাল সন্ধ্যায় মধ্য কলকাতার কেশব চন্দ্র সেন স্ট্রিট-এ প্রয়াত রনি রায়ের প্রথম মৃত্যু বার্ষিকী অনুষ্ঠান পালন হল। উপস্থিত ছিলেন কুনাল ঘোষ, অরুণ হাজরা, প্রিয়াল চৌধুরী ,শ্রী প্রবন্ধ রায়, সোমনাথ বিশ্বাস ও রনি রায়ের পরিবারের সদস্যরা।

আরও পড়ুন -  Playing Vermilion: দশমীর সিঁদুর খেলার পর, কি ভাবে ত্বকের যত্ন নেবেন ?

সভায় কুনাল ঘোষ তার বক্তব্যে রনির সঙ্গে তার গভীর সম্পর্কের কথা উল্লেখ করেন। এছাড়াও প্রিয়াল চৌধুরী, অরুণ হাজরা ও প্রবন্ধ রায় তাদের বক্তব্য রেখে রনির ছবিতে পুস্পার্ঘ অর্পন করেন। উপস্থিত ব্যক্তিরা রনির কর্ম জীবনের ফটোগ্রাফির উপর কতটা দখল ছিল তা নিয়ে আলোচনা করেন। সমস্ত অনুষ্ঠানটি শান্তনু দত্ত ও কমলেশ সাউ এর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন -  Theme In Lakshmipujo: লক্ষ্মীপুজোতেও থিমের ছোঁয়া