করোনা জন্য চিন্তিত বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার, সবার মঙ্গল কামনা কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   করোনা জন্য চিন্তিত বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার, সবার মঙ্গল কামনা কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে।
করোনার গ্রাস থেকে বাদ যাচ্ছেন না কেউই। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সঙ্গীত পরিচালক শ্রাবণ রাঠোর (shravan Rathod)।

ভোটের আবহে কলকাতায় করোনা হয়ে উঠেছে সর্বগ্রাসী। অনেকেই করোনার টিকা নেওয়ার পরেও করোনা আক্রান্ত হয়েছেন। এই তালিকায় রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং (Manmohan singh), কৌশিক সেন (koushik sen), রেশমি সেন (Reshmi sen)-এর মতো ব্যক্তিত্বরা। উদ্বিগ্ন প্রশাসন ও সমাজ।

আরও পড়ুন -  ঋষি বঙ্কিমচন্দ্র পৌর বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো

বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার (Dilip kumar) টুইট করে ঈশ্বরের কাছে সকলের সুস্থতা প্রার্থনা করেছেন। দিলীপ কুমারের এই টুইটটি ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে বলিউডের অনেকেই বলছেন, আগে প্রাণে বাঁচলে তবেই জীবনে এগোতে পারবেন। চারিদিকের খবরের জের বর্ষীয়ান মানুষদের মধ্যেও আতঙ্ক জাগিয়ে তুলছে, তা প্রমাণ করে দিল দিলীপ কুমারের এই টুইট।

আরও পড়ুন -  Web Series: সাহসী ওয়েব সিরিজ, "মালতি" নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে!