নিজের বাড়িতে থাকুন, করোনার দ্বিতীয় ঢেউ গ্রাস করছে, প্রিয়াংকার বিশেষ অনুরোধ

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   করোনার দ্বিতীয় ঢেউ গ্রাস করছে আবার। বাড়ছে মৃত্যু সংখ্যাও। বলিউড তথা বিশ্ব তারকা প্রিয়াংকা চোপড়া এরূপ সংকটজনক পরিস্থিতিতে অনুরোধ করেছেন। তারা নিজেদের পরিবার, বন্ধু-বান্ধব, প্রতিবেশী,এবং যারা প্রথম সারির কর্মী তাদের কথা ভেবে অন্তত যেন নিজের বাড়িতে থাকুন। বিদেশে থাকলেও প্রিয়াংকা দেশের বিভিন্ন প্রান্তে করোনার যা পরিস্থিতি তা লক্ষ্য করে বেশ ভীত। তিনি সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে নিজের উদ্বেগ জাহির করেছেন। প্রিয়াংকা টুইট করে লিখেছেন, করোনা পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের যে ছবি এবং ঘটনা আমার সামনে উঠে আসছে তা রীতিমতো ভয় পাওয়ার মতো। প্রিয়াংকা বলেন, দয়া করে আপনারা বাড়িতে থাকুন।

আরও পড়ুন -  Viral Video: গভীর চুম্বন হাঁটুর বয়সী মেয়েকে নওয়াজউদ্দিন সিদ্দিকির, ভাইরাল ইন্টারনেটে ভিডিও

আমার বিশেষ অনুরোধ, কেউ প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না। নিজের এবং নিজের পরিবার, বন্ধু-বান্ধবের কথা মাথায় রেখে বাড়িতেই থাকুন। সকল চিকিৎসক এবং প্রথম সারির কর্মীরাও এই একই পরামর্শ দিয়ে আসছেন। অভিনেত্রী কিছু সতর্কতা বিধিও শেয়ার করেছেন এই মারণ ভাইরাস থেকে নিজেকে দূরে রাখার জন্য। সেগুলো হলো, প্রত্যেকে বাড়িতে থাকুন, নিজের পরিচিত সকলে বাড়িতে রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হন, প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরুন, আশেপাশের সবার সঙ্গে কথা বলে তাদের বোঝাতে হবে যে, এই পরিস্থিতিকে তোয়াক্কা না করলে চলবে না।

আরও পড়ুন -  ভার্চুয়াল মাধ্যমে আইসিসিআর সদর দফতরে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতি উন্মোচন রাষ্ট্রপতি'র