জেলার মধ্যে সবচেয়ে প্রবীণতম ভোটার টগর বালা ধর, নিজের গণতন্ত্র প্রয়োগ করলেন

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   আসানসোল মহকুমার সবচেয়ে প্রবীণ ভোটার টগর বালা ধর বাড়িতে বসেই ইলেকশন কমিশনের সমস্ত নিয়ম মেনে ভোট দিলেন। ১০৩ বছর বয়স্ক টগর দেবী শুধু আসানসোল নয়, এই জেলার মধ্যে সবচেয়ে প্রবীণতম বলে জানা গেছে।

আরও পড়ুন -  Madhyamik Exam Routine 2022: মাধ্যমিক পরীক্ষা ২০২২ এর রুটিন

তিনি উত্তর আসানসোল কেন্দ্রের ২৬৩ পার্টের ভোটার বলে জানা গেছে। তার বাড়ি আসানসোলের দোমোহানি রেল কলোনির কাছে মিস্ত্রী পাড়াতে।