মাঠে ফিরবেন আগের চেয়েও শক্তিশালী হয়ে, ফিলিপে কৌতিনিয়ো

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   হাঁটুর চোট কাটিয়ে উঠতে সময় লাগছে একটু বেশি। আরও শক্তিশালী হয়ে মাঠে ফেরার প্রত্যয় জানালেন বার্সেলোনা মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো।
গত ২৯ ডিসেম্বর লা লিগায় এইবারের বিপক্ষে ম্যাচে বাঁ হাটুতে চোট পাওয়ার পর ২ জানুয়ারি ব্রাজিলিয়ান এই তারকার অস্ত্রোপচার হয়। তিন মাসের ব্যবধানে চলতি মাসের শুরুর দিকে আবারও করা হয় অস্ত্রোপচার।

আরও পড়ুন -  Spanish Super Cup: সুপার কাপের চ্যাম্পিয়ন বার্সেলোনা, রিয়ালকে উড়িয়ে

বার্সেলোনার হয়ে চলতি মৌসুমে তো বটেই, আগামী কোপা আমেরিকাতেও ২৮ বছর বয়সী এই ফুটবলার খেলতে পারবেন না বলে মনে করেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার।

আরও পড়ুন -  কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রকাশ জাভরেকর “দ্য রিপাবলিক্যান এথিক ভল্যুম থ্রি’’ ও ‘লোকতন্ত্র কে স্বর’ বই দুটি উদ্বোধন করেছেন

বুধবার ইনস্টাগ্রামে আরও শক্তিশালী হয়ে ফেরার বার্তা দেন তিনি।

“আমি কঠোর পরিশ্রম করছি। আমি নিশ্চিত, যা করতে পছন্দ করি সেটার জন্য আরও ভালো ও শক্তিশালী হয়ে ফিরব।”

আরও পড়ুন -  Lionel Messi: বার্সায় তার নামে যাদুঘর, মেসিকে ঘরে ফেরাতে

“প্রতিটা দিন মানে একটি নতুন যুদ্ধ, যেখানে আমার সবটুকু দিতে হচ্ছে। সেরে উঠতে সময় লাগছে, এজন্য ধৈর্য ও একনিষ্ঠ চেষ্টা প্রয়োজন। ইশ্বরের সবুজ পৃথিবীতে সবকিছুই পরিকল্পিত এবং সবকিছুর জন্য সময় নির্ধারিত।”