টাওয়ার ব্রিজ

Published By: Khabar India Online | Published On:

হাফসা ইসলাম, খবরইন্ডিয়াঅনলাইন, লন্ডনঃ   টাওয়ার ব্রিজ এর মণ মুগ্ধ দৃশ্য। টাওয়ার হিল আমার পছন্দের একটি জায়গা। আমি যখন ঘুমাতে পারি না এমন সময় আমি উপস্থিত থাকি এই প্রিয় জায়গায়। এটির দিকে চোখের পলক না ফেলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। আমি একলা চলে যাই ড্রাইভ করে আমার মনের জায়গায়।
আমি এটিকে এতটাই শান্ত মনে করি যে, নদীটি আমার সাথে কথা বলছে, পথিকদের সম্পর্কে আমাকে প্রচুর গল্প বলছে, আমাকে বলেছিল যে আমি একা নই, এমন আরও অনেকে আছেন যারা অনুভব করেন যে তারা কোথাও আছেন।

আরও পড়ুন -  নতুন Bajaj CT100: আধুনিক ফিচার ও অসাধারণ মাইলেজ সহ বাজারে আসছে