নির্বাচনে দুটি ভাইরাসের সঙ্গে লড়াই হচ্ছে, একটা কোভিড অন্যটা বিজেপিঃ সোহম চক্রবর্তী

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হরেরাম সিং এর সমর্থনে সোহম চক্রবর্তী ও সায়ন্তিকা ব্যানার্জী কেন্দা পুলিশ ফাঁড়ি ফুটবল ময়দানে একটি নির্বাচনী জনসভা সারলেন বুধবার।

আরও পড়ুন -  মালদায় ধুলিস্যাৎ গণিগড়, বারোটি বিধানসভা আসনের মধ্যে আটটি বিধানসভা কেন্দ্রে এগিয়ে তৃণমূল

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে সোহম বলেন, এই নির্বাচনে দুটি ভাইরাসের সঙ্গে লড়াই হচ্ছে। একটা কোভিড অন্যটা বিজেপি। তিনি বলেন, এই দুই ভাইরাসকে তাড়াতে হবে। তাই কোভিড ভ্যাকসিন নিয়ে কোভিড কে তাড়াতে হবে, আর জোড়া ফুলে ভোট দিয়ে বিজেপিকে তাড়াতে হবে।

আরও পড়ুন -  ঘিরে রেখেছে ইডি, দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়ি, যেকোনও সময় গ্রেপ্তার