অস্তিত্ব

Published By: Khabar India Online | Published On:

অস্তিত্ব

সৌমেন্দ্র দত্ত ভৌমিক

না-থাকা আর থাকার ভেতর দড়ি-টানাটানি
অবলীলাক্রমে বহাল রাতদিন।
তালগোল পাকিয়ে ভাবনারা গালে হাত দিয়ে
ভাবে, একি একি অবস্থা শ্রীহীন।
মৃত্যুর মুখখানা জীবনের মধ্যে ক্রীড়ারত,-
টানে টানে টানে খুব কষে খাদের কিনারে,
ঝাঁপ দেব দেব করে ঝাঁপ না দেওয়াই ভালো।
বরং বাঁচা আরো আরো উত্তম ভালবেসে
অধুনা চলার পথটাকে রসেবশে মাখামাখি করে।
বরং মাথা উঁচু রেখে বেশ কিছুকাল থাকলে
সুস্থ চিন্তারা আর হবে না কিছুতেই কালো।
আর না হোক্ অস্তিত্বের ভয়ানক হালচাল
শুধু শুধুই মনের ওপর অকারণে দারুণ চাপ,
এমন চাপে বেসামাল মানুষটাকে সামলে
বিতাড়নে পরাস্ত হোক্ সবটুকু তাপ-উত্তাপ।
বরং বাঁচতে চেয়ে ভাগ্যের ওপর নির্ভরে
বুকের বল হোক্ বৃদ্ধি, ছড়াক অনেক আলো।

আরও পড়ুন -  শূন্য বলয়