টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ কুলটি বিধানসভার বিজেপি প্রার্থী অজয় পোদ্দারের সর্মথনে কুলটি থানা মাঠে জনসভা করলেন স্মৃতি ইরানি ও বাবুল সুপ্রিয় গতকাল। নির্বাচনী প্রচারে প্রথমে উপস্থিত হন বাবুল সুপ্রিয়, তিনি তৃণমূল কংগ্রেসকে একাধিক বিষয়ে কটাক্ষ করেন। এর কিছুক্ষণ পরে হেলিকপ্টারে এসে উপস্থিত হন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
এদিন সভা মঞে বক্তব্য রাখতে গিয়ে স্মৃতি ইরানি বলেন, বাংলায় এসে এখন প্রত্যেকটা দেশবাসী জেনে গেছে, দিদি চাল খাচ্ছে এবং ভাইপো কয়লা খাচ্ছে। তৃণমূলের ক্যাম্পেনে বলেছিলেন যে, বাংলা নিজের মেয়েকে চায়। আজকে আমি আপনাদের জিঞ্জেস করছি, বাড়ির মেয়ে কখনো বাড়ির চালটা চুরি করে খায় ? বাড়ির মেয়ে কখন বাড়ির কয়লা চুরি করে খায় ? খায় না তো ? তাই বাংলা এবার নির্ধারিত করে দিয়েছে এবার বাংলায় বিজেপি সরকার। এদিন তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এসে কুলটিতে যুবকদের জন্য নেতাজি যুব প্রশিক্ষণ কেন্দ্র করা হবে। পাশাপাশি কুলটি বিধানসভায় বিজেপি প্রার্থী কে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।