সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে গুলি করার প্রতিবাদে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের। সোমবার সকালে পুরাতন মালদার ভাবুক অঞ্চলের চেচুমোড় এলাকায় টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিক্ষোভকারীরা। রবিবার রাতে বিজেপি প্রার্থী গোপাল সাহার উপর আক্রমণের প্রতিবাদে সকাল ৬টা থেকে টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মী-সমর্থকরা।অবরোধের কারণে ব্যপক যানজট সৃষ্টি হয় ৩৪ নং জাতীয় সড়কে।
পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় মালদা থানার পুলিশ। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে অবশেষে সকাল ন’টা নাগাদ মালদা থানা পুলিশের আছে বিজেপি সমর্থকরা অবরোধ তুলে নেয়। পাশাপাশি একই ইস্যুতে গত রবিবার রাত্রি দশটা নাগাদ পুরাতন মালদার মঙ্গলবাড়ী চৌরঙ্গী মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি নগর মণ্ডল কমিটির সদস্যরা। প্রায় রাত্রি সারে এগারোটা পর্যন্ত এই অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। অবরোধকারী বিজেপি কর্মীদের দাবি অবিলম্বে তাদের প্রার্থী গোপাল সাহা কে যে সব দুষ্কৃতীরা গুলি করেছে অবিলম্বে গ্রেফতার করতে হবে। এই অবরোধের ফলে দূর-দূরান্তের গাড়ি আটকা পড়ে যায়।
বিজেপি প্রার্থীকে গুলি করার প্রতিবাদে ৩৪ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ বিজেপি কর্মী-সমর্থকদের
Published By: Khabar India Online |
Published On: