কলকাতার প্রেস ক্লাবে কোভিডি টিকার প্রথম দিনে ৮৩ জন সাংবাদিক টিকা নিলেন

Published By: Khabar India Online | Published On:

সত্যজিৎ চক্রবর্তী, খবরইন্ডিয়াঅনলাইন, কলকাতাঃ 

পশ্চিমবঙ্গে কর্মক্ষেত্রে কোভিডের টিকাকরণ কর্মসূচির প্রথম দিনে শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের টিকা দেবার শিবির অনুষ্ঠিত হয়। রাজ্য সরকারের ব্যবস্থাপনায় প্রেস ক্লাবে এদিনের শিবিরে প্রায় ৮৩ জন সাংবাদিক ও চিত্র সাংবাদিক টিকা গ্রহণ করেন। টিকা প্রদান করেন কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতলের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। তত্বাবধান করেন রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর ও নগরোন্নয়ন দপ্তরের পদস্থ আধিকারিকরা।

আরও পড়ুন -  National Fair: ‘গঙ্গাসাগরকে জাতীয় মেলা ঘোষণা করা উচিত’: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের প্রেস কাউন্সিল, এডিটার্স গিল্ড এবং প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ইতিমধ্যে ৪৫ বছরের নিচের সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের সামনের সারির করোনা যোদ্ধা হিসেবে চিহ্নিত করে তাদের টিকাকরণ কর্মসুচির আওতায় আনার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের কাছে যে দাবি জানানো হয়েছে প্রেস ক্লাব কলকাতাও সেই দাবিকে সমর্থন জানিয়েছে। এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে পশ্চিমবঙ্গে নির্বাচনের কথা বিবেচনা করে এই ব্যবস্থা নেওয়া অত্যন্ত প্রয়োজন।

আরও পড়ুন -  Yubashree Scheme: প্রতি মাসে ১৫০০ টাকা সহায়তা, রাজ্য সরকারের নতুন উদ্যোগ