করোনা ভাইরাসে আক্রান্ত ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী তন্বী লাহা রায়

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   কোভিড-১৯ এ আক্রান্ত অভিনেত্রী তন্বী লাহা রায়। ‘মিঠাই’- ধারাবাহিকের তোর্সা।
নিজেকে একেবারে ঘরে বন্দি করে রেখেছেন অভিনেত্রী। দরজার বাইরে মা খাবার রেখে যাচ্ছেন, কারোর সঙ্গেই সাক্ষাৎ করছেন না। একাকী ঘরেই চলছে তন্বীর এই ফাইট।

 

View this post on Instagram

 

A post shared by Tonni Laha Roy (@roytonni)

অভিনেত্রীর কথা অনুযায়ী প্রযোজক সংস্থার তরফে তাকে সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সুস্থ হয়েই সেটে ফিরবেন। তবে গল্পে এর জেরে কিছু চেঞ্জ আসবে কিনা তা তিনি জানেন না।

আরও পড়ুন -  Abhishek-Leena: অভিষেক একটি অনুরোধ করেছিলেন লীনা গঙ্গোপাধ্যায়ের কাছে, সেটা কি ?

তবে কী ভাবে আক্রান্ত হলেন তিনি সেই ব্যাপারে নিশ্চিত নন। এই মুহূর্তে নিজেকে গৃহবন্দী করে নিয়েছেন এবং তাজা ফল, টাটকা সবজি এবং ভিটামিন জাতীয় খাবার খাচ্ছেন। নববর্ষের মধ্যেই এমন করুন খবরে কিছুটা আশাহত হলেও সুস্থ হওয়ার পর ফের সেটে ফিরবেন তিনি।

আরও পড়ুন -  দশম ও দ্বাদশ রাজ্যের স্কুল থেকে পাশ করলে, তবেই মিলবে সরকারি চাকরি