সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ মালদা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন করে ৬০ জন করোনো আক্রান্ত রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ১৭ জনের অবস্থা ক্রিটিক্যাল। এবং সাতজনকে আপাতত রাখা হয়েছে আইসিইউ বিভাকে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার দুপুরে সাংবাদিক মুখোমুখি হয়ে জানালেন, মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডাক্তার পার্থপ্রতিম মুখোপাধ্যায়। তিনি জানান, নতুন করে করনা আক্রান্তের সংখ্যা মালদায় বাড়তে চলেছে। তাই সকল মালদাবাসি কে তিনি অনুরোধ করছেন, সামাজিক দূরত্ব বজায় থেকে সমস্ত রকম সরকারি বিধি নিষেধ মেনে চলতে হবে। পাশাপাশি রাজনৈতিক দলের মিছিল মিটিংয়ে সাধারণ মানুষের জমায়েতে কমাতে হবে। যদি সরকারি বিধি নিষেধ নামানো হয় তবে মালদায় করোনা আক্রান্তের সংখ্যা আগের তুলনায় অনেক বাড়তে পারে। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১৫০ টি করোনা আক্রান্ত রোগীদের জন্য রাখা হয়েছে। এছাড়াও জেলা স্বাস্থ্য দপ্তরে পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা মালদায় বাড়তে চলেছে !
Published By: Khabar India Online |
Published On: