ক্ষমা চাইলেন শাহরুখ খান !

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ    গতকাল আইপিএলের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিলো কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। টসে অবশ্য জিতেছিলো কলকাতা কিন্তু নিজেরা ব্যাট না করে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠান মর্গ্যান। ১৫২ রানেই সমস্ত উইকেট হারায় মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা বেশ খুশিতেই ছিলো বলে মনে হচ্ছিলো। তবে ১৫২ কে তাড়া করতে এসে ২০ ওভারে ১৪২ রান করলো কলকাতা। কাল মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ রান করেছিলো সূর্যকুমার যাদব। কেকেআরের সবচেয়ে বেশি রান করেন নীতেশ রানা। কালকের ম্যাচটি ছিলো দেখার মতো। নাইটের ওপেনার ছিলো শুভমন গিল, তিনি ৩৩ রানের ইনিংস খেলেন। ১২ ওভার এক বলে কেকেআর দলগত ভাবে শত রান পূর্ণ করেছিলো। অন্যদিকে ১৩ ওভার ৫ বলে মুম্বই ইন্ডিয়ান্সের দলগত শতরান পূর্ণ করে তবুও এই হারের জন্য শাহরুখ খান কেকেআর ফ্যানবেসের কাছে ক্ষমা চাইলেন।

আরও পড়ুন -  Pakistan: নিহত বেড়ে ৯৬, আত্মঘাতী হামলায়, পাকিস্তানে মসজিদে

রাসেলের বলে পাঁচ রান করে ঘরে ফিরলেন মুম্বইয়ের পোলার্ড। কাল ৩৩ বলে হাফ সেঞ্চুরি করলেন সূর্যকুমার যাদব। রোহিত প্রতিবারের মতো এবারেও ফর্মে নেই বলেই মনে করছেন মুম্বই ফ্যান বেস। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স বারবর প্রথম দিকের ম্যাচে হেরে গিয়েও আবার ফিরে আসে এবং জিতে নেই আইপিএলের বিজয়ী টিমের তকমা এবার কিন্তু প্রথমেই মুম্বইয়ের জিত দেখে বেশ আনন্দিত হচ্ছে মুম্বই ফ্যানেরা।

আরও পড়ুন -  ‘আসল দুধই খাননি’, সমালোচকদের আবারো আক্রমণ করলেন দিলীপ ঘোষ