কংগ্রেস প্রার্থী ও সাংসদের উপর হামলার ঘটনায় তিন জন গ্রেফতার

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ
গত রবিবার মালদার নতুন নঘড়িয়া এলাকায় কংগ্রেস প্রার্থী ও সাংসদের উপর হামলার ঘটনায় তদন্ত নেমে তিন জনকে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাত্রে ওই এলাকা থেকেই তাদের গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ। জানা গেছে, ধৃতরা হলো গাফফার শেখ, বয়স ( ৬৭), অসীম আলি, বয়স (৩৬) এবং কালিম খান, বয়স (৩৮)। তাদের প্রত্যেকেরই বাড়ি নতুন নঘড়ীয়া এলাকায়। উল্লেখ্য রবিবার নঘড়ীয়া এলাকায় প্রচার চলাকালীন আক্রান্ত হন মানিকচকের কংগ্রেস প্রার্থী এবং দক্ষিণ মালদার সাংসদ আবু হোসেম খান চৌধুরী।

আরও পড়ুন -  Cyclone News: ঘূর্ণিঝড় রিমেল বাংলায় কেমন প্রভাব ফেলবে?

এই ঘটনার পরই জেলাজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করতে দেখা যায় কংগ্রেস কর্মীদের। এদিকে এই ঘটনার পরই ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় জেলা কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। ঘটনার তদন্তে নেমে রাতেই ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।

আরও পড়ুন -  Kolkata Municipality: বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার সাথে সাথেই নির্বাচনী প্রচার শুরু