শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল

Published By: Khabar India Online | Published On:

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ
গতকাল ভোট চলাকালীন শীতলকুচি তে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানো এবং ৪ জন নিরীহ মানুষের মৃত্যুর প্রতিবাদে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো জঙ্গলমহলের তালডাংরা, সিমলাপাল, রাইপুর, সারেঙ্গা ও রানীবাঁধ সহ বিভিন্ন জায়গায়। তালডাংরার ধিক্কার মিছিল এ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন তালডাংরা বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরূপ চক্রবর্তী। এছাড়া তিনি সিমলাপালে ও একটি ধিক্কার মিছিলে অংশ নেন। রাইপুর বিধানসভায় রাইপুর বাজারে ধিক্কার মিছিলে অংশ নেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, জেলা নেতৃত্ব গৌতম বিশ্বাস এবং রাইপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সহ ব্লক নেতৃত্ব।

আরও পড়ুন -  বয়েসকে থামিয়ে দিয়েছে শ্রাবন্তী, আবার তাঁর নতুন রূপ দেখে হা হয়ে তাকিয়ে রয়েছে নেটিভক্তরা

রাইপুর সবুজ বাজারের পথসভায় ঘটনার নিন্দা করে দ্বিতীয়বারের জন্য মা-মাটি-মানুষ সরকার প্রতিষ্ঠা হবে ও মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, এই দাবি তোলেন, সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু সহ উপস্থিত বক্তারা।

আরও পড়ুন -  নতুন নিয়ম ঘোষণা মমতার, বিধি - নিষেধ বাড়লো আরো ১৫ দিন