সারেঙ্গায় নতুন করে যক্ষা রোগের প্রকোপ

Published By: Khabar India Online | Published On:

সাধন মণ্ডল, খবরইন্ডিয়াঅনলাইন, বাঁকুড়াঃ  সারেঙ্গায় নতুন করে যক্ষা রোগের প্রকোপ। সম্প্রতি সারেঙ্গার চিলতোড় অঞ্চলের বাসুদেবপুর গ্রামে শিবরাম মন্ডল নামে এক ব্যক্তি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়েছেন, তাকে চিহ্নিত করার পর সরকারি ভাবে তার ওষুধ সরবরাহ করা হচ্ছে বলে জানালেন, সারেঙ্গার বি এম ও এইচ বিশ্বরুপ সনগিরি। তিনি এক প্রশ্নের উত্তরে বলেন, সারেঙ্গা ব্লক এলাকায় এখনো পর্যন্ত ৮৬ টি যক্ষ্মা রোগী চিহ্নিত করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। অত্যন্ত অসহায় অবস্থা শিবরাম মন্ডল এর তিনি একদিকে প্রতিবন্ধী অথচ কোনরকম সরকারি সুযোগ – সুবিধা থেকে বঞ্চিত। বর্তমানে গ্রামবাসীদের সহযোগিতায় তার হাতে কিছু পুষ্টিকর খাবার তুলে দেওয়া হচ্ছে যা তাঁর এই অবস্থাতে কিছুটা সুরাহা হচ্ছে সরকারিভাবে যদি তাকে সাহায্য করা না হয় তাহলে হয়তো পরিবারটা অচিরেই শেষ হয়ে যাবে।

আরও পড়ুন -  মোবাইল গ্রাহকদের জন্য মাঠে নামল TRAI, রিচার্জের টাকা সস্তা করতে