টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ শনিবার চতুর্থ দফা ভোটের দিন আসানসোল বাজারে তৃণমূলের দলিয় কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাশন দাসু। এদিন তিনি দাবি করেন, রাজ্যের বাইরে থেকে যে রাজনৈতিক নেত্বৃত্যরা এখানে সভা করতে আসছেন, তাদের করেন্টাইনে পাঠানো হোক। নির্বাচন কমিশনকে এটা তারা জানাবেন বলেও জানিয়েছেন। এছাড়া বিজেপির বাইরে থেকে আসা নেতা নেত্বৃদের হিন্দি সিনেমার ডায়লোগ দিয়ে বলেন, “তৃণমূল কে হারাতে হিজড়াদের ফৌজ তৌরি করেছে বিজেপি”।
আসানসোল উত্তরের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি এ প্রসঙ্গে বলেন, উনি সিনিয়ার নেতা, ওনার এধরনের কথার কোন উত্তর আমি দেবনা।
করেনটাইন প্রসঙ্গে বলেন, এটা নির্বাচন কমিশনের ব্যাপার, কাকে করেন্টাইনে পাঠাবে সেটা ঠিক করবে।
আরও পড়ুন - উদ্বোধন হল সেফ হোম, বিধায়ক বিধান উপাধ্যায় এর উদ্যোগে ও সালানপুর পঞ্চায়েত সমিতির সহযোগিতায়