“এবার ঘটক বিদায় ” হোডিং কে ঘিরে শুরু রাজনৈতিক তরজা আসানসোলে

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   শুক্রবার আসানসোলের ভগত সিং মোড়ে একটি হোডিং লক্ষ করা যায় ।যেখানে লেখা রয়েছে ” এবার ঘটক বিদায় ”
তাতে বিজেপির দলীয় প্রতীক ব্যবহার করা হয়েছে। হোডিং প্রসঙ্গে বিজেপির আসানসোল উত্তর বিধানসভার মিডিয়া পারসন তথা আসানসোল কোটের আইনজীবী পীযূষকান্তি গোস্বামী বলেন, কোন খেলাধুলায় আম্পায়ার কে ঘটক বলে। বিয়ে শাদির ব্যাপারে যিনি জোড়া লাগান তাকে ঘটক বলে। আমরা অনেকদিন ধরে শুনছি খেলা হবে খেলা হবে। খেলা শেষ হলে আমরা আম্পায়ার বিদায় করব। সেজন্য এই ঘটক বিদায় কথাটা বলা হয়েছে। এটা কোন ব্যক্তিকে মনে করে এটা বলা হয়নি।

আরও পড়ুন -  Dealers Protest: খাদ্য ও সরবরাহ অফিসে ডিলারদের বিক্ষোভ

অপরদিকে ঘটনা প্রসঙ্গে আসানসোল উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটকের ভাই অভিজিত ঘটক বলেন, এখান থেকে বোঝা যাচ্ছে বিজেপির রুচি কতটা নিচে নেমেছে। ব্যক্তিগত আক্রমণ কোন রাজনীতিতেই করা উচিত নয়। যারা এধরনের কুরুচিকর মন্তব্য করছেন তাদের জবাব আসানসোলের মানুষ দিয়ে দেবেন।

আরও পড়ুন -  পানীয় জলের কানেকশনের টাকা দিয়েও জল নেই কলে!