#WestBengalPolls: 66.76% voter turnout recorded till 3:39 pm.
Voting for the fourth phase of the State’s Assembly elections is underway today. pic.twitter.com/GXmAFpAdDy
— ANI (@ANI) April 10, 2021
খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ মাথাভাঙায় গুলি চালানোর ঘটনার ব্যাখ্যা দিলেন এসপি দেবাশিস ধর। বললেন, এক যুবক অসুস্থ হয়ে পড়েছিলেন। তার চিকিৎসা করছিল স্থানীয় কয়েকজন। সেই সময় তাঁদের জিজ্ঞাসাবাদ করছিল বাহিনীর কয়েক জন জওয়ান। ঠিক তখন গুজব ছড়ায়, সিআইএসএফের মারে ওই যুবক অসুস্থ হয়ে পড়েছেন। তার পরই প্রায় তিনশো সাড়ে তিনশো গ্রামবাসী, যাঁদের মধ্যে অধিকাংশই মহিলা, জওয়ানদের ঘিরে ধরে। উত্তেজনা ছড়ায়। অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলে। এমনকী, ব্যালট ছিনতাইয়ের অবস্থা তৈরি হয়। তখন নিয়ম মেনেই গুলি চালায় বাহিনী। ১৫ রাউন্ড গুলি চলে। ৪ জনের মৃত্যু হয়।
Trinamool Congress (TMC) writes to Chief Electoral Officer (CEO), West Bengal over “Cold-blooded murder of four and brutal injury of three innocent people by Central Forces.” pic.twitter.com/Vgq1ReGsHx
— ANI (@ANI) April 10, 2021
কোচবিহারের শীতলকুচির ঘটনায় ৪ জনের মৃত্য়ুতে শোকপ্রকাশ, টুইট করলেন সীতারাম ইয়েচুরির।
Central forces firing upon voters & killing 4 is outrageous.
Totally condemnable.
EC must order a high powered enquiry under judicial supervision & punish the guilty.
Deepest condolences to the bereaved families.https://t.co/Ayahs85mFj— Sitaram Yechury (@SitaramYechury) April 10, 2021