খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ আবারও নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লেন মমতা ব্যানার্জি। নির্বাচন কমিশনের তরফে দ্বিতীয়বার নোটিস পাঠানো হল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে। ২৪ ঘণ্টার মধ্যে মমতা ব্যানার্জিকে নোটিসের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। তৃতীয় দফার নির্বাচন পর্ব মিটতেই মমতা ব্যানার্জি বারবার কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে অভিযোগ করছিলেন। নির্বাচনী প্রচারের সভামঞ্চ থেকেও নিশানা করছিলেন আধাসেনাদের এবং বিএসএফদের। ২৮ মার্চ এবং ৭ এপ্রিল মমতা ব্যানার্জি দলীয় প্রচার মঞ্চ থেকেও বারবার বলেন কেন্দ্রীয় বাহিনী ভোটারদের একটি বিশেষ দলকে ভোটের নির্দেশ দিচ্ছেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না। তাই কেন্দ্রীয় জওয়ানদের বিরুদ্ধে বাড়ির মহিলাদের রুখে দাঁড়ানোর নির্দেশও দেন।
দ্বিতীয়বার নোটিস পাঠানো হল তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে, নির্বাচন কমিশন
Published By: Khabar India Online |
Published On: