এপ্রিল মাসের ১ তারিখ থেকে গ্রাহকরা টাকা পাচ্ছে না !

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ
বারাবনি ব্লকের দোমাহানি পোস্ট অফিসে গ্রাহকদের শুরু হয়েছে চরম ভোগান্তি। পোস্ট অফিসের বাইরে লাগানো পাসওয়ার্ড না পাওয়ার কারণে টাকা-পয়সার লেনদেন বন্ধ রয়েছে।

এইরকম ই নোটিশ ঝোলানো রয়েছে বারাবনি ব্লকের দোমাহানি বাজারের পোস্ট অফিসে। এপ্রিল মাসের ১ তারিখ থেকে এই ঘটনা ঘটছে কারণ দোমাহানি বাজারের ঐ পোস্ট অফিসে একজন নতুন ক্লার্ক স্থানান্তরিত হয়ে এসেছেন। কিন্তু টাকাপয়সা লেনদেন করার জন্য যে পাসওয়ার্ড কোড দরকার সেই পাসওয়ার্ড এখনো পর্যন্ত কলকাতা থেকে তার কাছে এসে পৌঁছায়নি। সেই কারণে গ্রাহকদের এমন ভোগান্তি। এই ব্যাপারে পোস্টমাস্টার জানিয়েছেন, আমরা লিখিতভাবে আর্জি জানিয়েছি, কিন্তু কলকাতা থেকে এখনো পর্যন্ত কোনো উত্তর আমরা পাওয়া যায়নি। কিন্তু এই ব্যাপারে ভোগান্তি সাধারণ মানুষেরই হচ্ছে।

আরও পড়ুন -  Post Office Savings Account: এই সুবিধা পাবেন পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুললে, এই চার্জ দিতে হবে

যে সমস্ত ব্যক্তিরা পেনশনের ভরসায় সংসার চলে এবং যারা স্বল্প সঞ্চয় করে পোস্ট অফিসে টাকা রাখেন তারা সকলেই চরম ভোগান্তিতে রয়েছে। প্রত্যেকদিন গ্রাহকেরা আশা নিয়ে পোস্ট অফিসের দরজায় থেকে ফিরে যেতে হচ্ছে। সেই রকমই এক বৃদ্ধা জানালেন যে, তিনি পেনশনের টাকা তোলার জন্য গত ৯ দিন ধরে ঘুরছেন। কিন্তু প্রত্যেক দিনই তাকে নিরাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে। এখন দেখার বিষয় সেই পাসওয়ার্ড কবে এসে পৌঁছায়, সেই পোস্ট অফিসে তারই অপেক্ষায় রয়েছে সাধারণ মানুষ।

আরও পড়ুন -  ক্লিনবোল্ড নেটিজেনরা