উচ্ছ্বসিত পরী

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব প্রতিনিধি, খবরইন্ডিয়াঅনলাইন, বাংলাদেশঃ
মনে হয় আমার মতো বাংলার সকল নারীর মনেই বেঁচে আছে একটি চিরচেনা সাদা রাজহাঁস! মানে, হাঁস মার্কা গন্ধরাজ তেলের কথা বলছি। ছোটবেলায় এই তেলটির ঘ্রাণ আর বিজ্ঞাপন কী যে ভালো লাগত, বলে বোঝানো যাবেন। এখনো এই নামটি কানে এলে ঘুরে তাকাই, স্মৃতিকাতর হই।

আরও পড়ুন -  হাতে লেখা নিয়ে ফের ভাইরাল, চিত্রনায়িকা পরীমনি

উচ্ছ্বসিত পরী, এভাবেই কথাগুলো বলছিলেন। বলার একটা কারণও আছে। তা হলো, এই তেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এখন থেকে কাজ করবেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। অংশ নেবেন এর বিজ্ঞাপনচিত্রেও। সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

আরও পড়ুন -  Car New Rules: গাড়ি বাইক নিয়ে রাজ্য সরকারের এই বড় বিজ্ঞপ্তি জেনে নিন, ড্রাইভিং লাইসেন্স

এদিকে, করোনার চলমান ঢেউয়ে আপাতত ঘরবন্দি হলেও গেল সপ্তাহে ইফতেখার শুভ অনুদানের ছবি ‘মুখোশ’র শুটিংয়ে ব্যস্ত ছিলেন পরী। আর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তি পেয়েছে তৌকীর আহমেদ পরিচালিত ছবি ‘স্ফুলিঙ্গ’। এতে পরীর পাশাপাশি আরও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, মামুনুর রশীদ, আবুল হায়াত, শহিদুল আলম সাচ্চু, রওনক হাসান ও শ্যামল মওলা প্রমুখ।

আরও পড়ুন -  দিল্লী বিমানবন্দর বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা যাত্রীদের জন্য একটি পোর্টাল চালু করেছে