নরেন্দ্র মোদী দিল্লী থেকে দু পকেট ভরে মিথ্যে নিয়ে আসেঃ অনুব্রত মন্ডল

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ    পান্ডবেশ্বর বিধানসভার হরিপুর কোলিয়ারির মাঠে তৃণমূল কংগ্রেস প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে এক জনসভায় যোগ দিলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। ভীড়ে ঠাসা এদিনের সভায় উপস্থিত ছিলেন পাশের জামুড়িয়া বিধানসভার প্রার্থী হরেরাম সিং সহ খনি অঞ্চলের অন্যান্য নেতৃত্ব। এদিনের সভায় প্রধানমন্ত্রীকে কার্যত তুলোধোনা করেন অনুব্রত মন্ডল। তিনি কটাক্ষ করে বলেন, নরেন্দ্র মোদী দিল্লী থেকে দু পকেট ভরে মিথ্যে নিয়ে আসে। প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, উনি প্রচুর উন্নয়ন করেছেন, রেল, খনি ও ব্যাঙ্ক সব বেচে দিয়েছেন। কটাক্ষ করে তিনি বলেন, দাড়িওয়ালা জ্যাঠামশাই মমতাকে দেখে লকডাউনে চাল দিলেন মাত্র ৩ মাস, অথচ মুখ্যমন্ত্রী বলেছেন, যতদিন সরকার থাকবে, ততদিন চাল ফ্রি।

আরও পড়ুন -  নির্বাচনী প্রচারে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মলয় ঘটক

বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারীকে কাফের ও বেইমান বলে আক্রমন শানান অনুব্রত মন্ডল। পাশাপাশি মমতাকে বেগম বলার জন্য শুভেন্দু অধিকারীকেই একহাত নেন কেষ্ট মন্ডল।