তৃণমূল কংগ্রেসের সভানেত্রী যমুনা সমাদ্দার তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করেন বুধবার

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ   আসানসোল সালানপুর পঞ্চায়েত সমিতির সদস্য তথা বারাবনির তৃণমূল কংগ্রেসের সভানেত্রী যমুনা সমাদ্দার তৃণমূল ছেড়ে বিজেপি তে যোগদান করেন বুধবার। আসানসোলের বারাবনি বিধানসভার বিজেপি প্রার্থী অরিজিৎ রায় ও বিজেপি জেলা সভাপতি শিবরাম বর্মণ এর উপস্থিতিতে নুনি মোড়ে এক সাংবাদিক বৈঠকে যোগদান করেন তিনি ও তার এক সঙ্গী। বিজেপি তে যোগ দিয়ে যমুনা সমাদ্দার বলেন, এই দলে থেকে কাজ করা যাচ্ছিল না। পঞ্চায়েত সমিতিতে দুর্নীতি চলছে। গণতন্ত্র বাঁচাতে এই দলে যোগদান করেছেন বলে জানান তিনি।

আরও পড়ুন -  কোচবিহারের শীতলকুচির ঘটনার বিরুদ্ধে আসানসোলের হটন রোড মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ