শোভারানি মজুমদারের মৃত্যুর ঘটনায় সাংবাদিক বৈঠক

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ  আসানসোল জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্বেলন। শোভারানি মজুমদারের মৃত্যুর ঘটনায় সাংবাদিক বৈঠক করলেন বিজেপির মহিলা মোর্চার সভা নেত্বৃ তথা বিজেপির আসানসোল দক্ষিণের প্রার্থী অগ্নিমিত্রা পাল।

আরও পড়ুন -  Hot Dance Video: হট স্টাইলে নাচলেন খুশি যাদব হলুদ শাড়িতে, সকলের মুখে একটাই কথা-“সুপার হট”


সোমবার বিকালে বিজেপির জেলা কার্যালয়ে এই সাংবাদিক বৈঠক করেন তিনি। এদিন তিনি বলেন, এক মাস আগে তৃণমূলের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে ছিলেন তিনি। আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে দেখতে গিয়ে ছিলাম। আমি কথা দিয়ে ছিলাম, সোনার বাংলা দেখাব। এদিনের সাংবাদিক বৈঠকে অগ্নিমিত্রা পাল ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি শিবরাম বর্মণ।

আরও পড়ুন -  Oily Skin: তেলতেলে ভাব দূর করুন সহজে ত্বকের