বিশ্বকাপ বাছাইয়ে মহিলা রেফারি

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, ওয়েবডেস্কঃ   মহিলা রেফারি হিসেবে আরেক কীর্তি গড়লেন স্তেফানি ফ্রাপা। ছেলেদের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম মহিলা হিসেবে ম্যাচ পরিচালনা করলেন। ইউরোপিয়ান অঞ্চলের ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের ‘জি’ গ্রুপে শনিবার নেদারল্যান্ডস-লাটভিয়া ম্যাচে রেফারি হিসেবে মাঠে নেমে এই কীর্তি গড়েন। আমস্টারডামে ম্যাচটি ২-০ গোলে জেতে নেদারল্যান্ডস।

আরও পড়ুন -  পরকীয়ায় লিপ্ত

গত ডিসেম্বরে প্রথম মহিলা রেফারি হিসেবে পুরুষদের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচ পরিচালনার কীর্তি গড়েন ফ্রাপা। ইউক্রেনের দল দিনামো কিয়েভের বিপক্ষে তুরিনে প্রতিযোগিতার গ্রুপ পর্বের ম্যাচটি ৩-০ গোলে জেতে ইউভেন্তুস। রেফারি হিসেবে ৩৭ বছর বয়সী ফ্রাপার অর্জন নেহাত কম নয়। ২০১৯ সালে প্রথম মহিলা হিসেবে পুরুষদের বড় কোনো ইউরোপিয়ান ম্যাচ পরিচালনা করেন তিনি। ইস্তানবুলে তার পরিচালনায় উয়েফা সুপার কাপে খেলেছিল দুই ইংলিশ ক্লাব লিভারপুল ও চেলসি। ওই বছরেই জুলাইয়ে নিজ দেশে অনুষ্ঠিত মেয়েদের বিশ্বকাপ ফাইনালে যুক্তরাষ্ট্র-নেদারল্যান্ডস ম্যাচেও রেফারি ছিলেন ফ্রাপা। একই বছরের এপ্রিলে প্রথম মহিলা হিসেবে পরিচালনা করেন ফরাসি লিগ ওয়ানের ম্যাচ। ইউরোপা লিগে রেফারি হিসেবে তার অভিষেক হয় গত অক্টোবরে লেস্টার সিটি ও লুহান্সকের ম্যাচ দিয়ে। প্রথম মহিলা হিসেবে ইউরোপিয়ান ম্যাচ পরিচালনা করার কীর্তি সুইজারল্যান্ডের নিকোল পেতিগনাতের।

আরও পড়ুন -  Steve Smith: স্টিভ স্মিথ, ছাড়িয়ে গেলেন দ্রাবিড়-লারা-পন্টিংকে