১০ বছরের উন্নয়নকে হাতিয়ার করে প্রচারে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ   ১০ বছরের উন্নয়নকে হাতিয়ার করে প্রচারে ঝড় তুললেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শুক্রবার সকালে দলীয় কর্মীদের সাথে নিয়ে ১৬ নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া ও কুটটিটোলা সহ বিভিন্ন এলাকায় প্রচার চালান প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

আরও পড়ুন -  দিদি - ভাইপোর সরকারে বিকাশ আটকে রয়েছেঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিৎ দাস এবং টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ তেওয়ারি সহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। প্রচারের ফাঁকেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রার্থী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, প্রচারে ব্যাপক সাড়া মিলছে। মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে আছে। তার পাশাপাশি এদিন তিনি বিজেপি প্রার্থী কে কটাক্ষ করতে ছাড়েনি। ইংলিশ বাজারের বিজেপি প্রার্থী চারিদিকে অন্ধকার দেখছে। তাই ভুলভাল বকছে, তাই তিনি বলছেন, তার প্রতিপক্ষ কোন প্রার্থী নেই। আসলে মানুষ বুঝতে পেরেছে ১০ বছরে কি কি উন্নয়ন হয়েছে।

আরও পড়ুন -  World Cup: উইলিয়ামসনকে পাবে না নিউজিল্যান্ড, বিশ্বকাপে